Murshidabad Internet Suspended : মুর্শিদাবাদের কয়েকটি ব্লকে বন্ধ ইন্টারনেট, হাওড়ার আঁচ ঠেকাতে সিদ্ধান্ত

Updated : Jun 11, 2022 20:32
|
Editorji News Desk

একটা বিতর্কিত মন্তব্য। তা থেকে টানা দু দিন বিক্ষোভের আঁচ। হাওড়ার প্রভাব যাতে অন্য় জেলায় না ছড়ায়, তাই আগাম সতর্ক নবান্ন। এক বিজ্ঞপ্তি জারি করে, আগামী ১৪ জুন সকাল ছটা পর্যন্ত মুর্শিদাবাদের বেশ কয়েকটি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা রাখা হল। রাজ্যর স্বরাষ্ট্র দফতর থেকে জানা গিয়েছে, মুর্শিদাবাদের রেজিনগর, শক্তিপুর, বেলডাঙা - ১ ও ২ নম্বর ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

প্রসঙ্গত, শনিবার দিনভর গ্রামীণ হাওড়ার বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে সরগরম থাকে রাজ্য রাজনীতি। টুইট করে এই ঘটনায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১৪৪ ধারা ভেঙে হাওড়ায় ঢুকতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এরমধ্যেই অবশ্য হাওড়া পুলিশের অন্দরে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী।

এর আগেই উলুবেড়িয়া মহকুমায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় প্রশাসন। ১৫ জুন পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে প্রশাসনের নির্দেশিকায় জানানো হয়। এর আগেই অবশ্য গ্রামীণ হাওড়ার বিস্তৃর্ণ অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকারি একটি সূত্রের মতে, গত কয়েক বছর আগে কেন্দ্রের সিএএ-এর প্রতিবাদে বিক্ষোভের আগুন জ্বলেছিল মুর্শিদাবাদের বেশ কয়েকটি ব্লকে। সেই ব্লকগুলিকে এবারও চিহ্নিত করা হয়েছে। আর সেই কারণেই আগাম ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত।

 

MurshidabadPoliceInternet Ban

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর