রবিবার খড়দহে সাত সকালে চাঞ্চল্য। স্ত্রীয়ের গলার নলি কেটে খুনের পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী। সকালে পরিচারিকা এসে বারংবার ডেকেও সাড়া না পাওয়ায় ঘরে ঢোকেন, এরপরই রক্তাক্ত অবস্থায় পূজার দেহ পরে থাকতে দেখেন তিনি। পাশে ঝুলন্ত দেহ পূজার স্বামী পাপ্পুর। পরিচারিকার চিৎকারেই ছুতে আসেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দম্পতির দেহ উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই সাংসারিক বিষয় নিয়ে প্রথম স্ত্রী পূজার সঙ্গে বিবাদ লেগে থাকত পাপ্পুর , অশান্তি চরমে জিতেই কি এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়ায়।