বর্ষা বঙ্গে ঢুকতে না ঢুকতেই চওড়া হাসি ভোজন রসিকদের মুখে | মরসুমের প্রথম ইলিশ ঢুকে পড়ল ডায়মন্ড হারবারে | নগেন্দ্রবাজারে এসেছে প্রায় তিন হাজার কেজি ইলিশ | প্রতি কেজি ১৪০০ টাকা দরে বিকোচ্ছে রুপোলি শস্য | জামাইষষ্ঠীতেও টাটকা ইলিশ জোটেনি কপালে | অবশেষে, প্রিয় মাছ পাতে পড়তে চলেছে বাঙালির |
এদিকে ১৪ জুন অবধি নদী এবং সমুদ্রে মাছ ধরায় রয়েছে সরকারি নিষেধাজ্ঞা ছিল। গত ১৫ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল | গত কয়েক বছর ধরেই, সেভাবে ইলিশ ওঠে না দিঘায়। তাই কলকাতা সহ গোটা বাংলাই প্রায় ভাল ইলিশের জন্য পদ্মার উপর নির্ভরশীল। ভাল ইলিশ বাজারে উঠতেই খুশি মাছ ব্যবসায়ীরাও |