একুশ শতকে ফিরল বৈদিক যুগের রীতি। সেসময় শুধু পুত্র সন্তান নয়, কন্যাদেরও উপনয়ন হত। বীরভূমের চিকিৎসক দম্পতি বসন্ত বন্দ্যোপাধ্যায় এবং কৌশানী বন্দ্যোপাধ্যায় তাঁদের মেয়ের পৈতে দিয়ে এই মুহূর্তে শিরোনামে।
মেয়ে কৈরভীর পৈতের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রেই স্থান-কাল-পাত্র ছাড়াও , কেন মেয়ের পৈতে দিচ্ছেন সে বিষয়েও খোলসা করে বলা আছে। বুধবার সিউড়ির রামকৃষ্ণপল্লির বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আত্মীয়-পরিজনদের সঙ্গে নিয়েই ধুমধাম করে চলল অনুষ্ঠান। মেয়েদের হৃত অধিকার ফিরে পাওয়া উচিত— এই ধারণা থেকেই তাঁদের এই সিদ্ধান্ত।