একটি আমের দাম ১০ হাজার ৬০০ টাকা! ভাবতে পারেন! এমনটাই ঘটল এই বাংলায়! আড়াই লক্ষ টাকা কেজি দরের আম নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল সর্বত্র। এবার বীরভূমের নিলামে বিক্রি হয়ে গেল পৃথিবীর সব থেকে দামি প্রজাতির সেই আম 'মিয়াজাকি'। আমটি কিনেছেন মির্জা ইজাজ বেগ ওরফে পপিন নামের এক ব্যবসায়ী।
পৃথিবীর সবথেকে দামি প্রজাতির আমের মধ্যে একটি প্রজাতি হল জাপানের 'মিয়াজাকি'। ওই বিশেষ প্রজাতির আমটি প্রায় ১১ হাজার টাকা দিয়ে কিনেছেন কাপড় ব্যবসায়ী পপিন।
আমটি কেনার পর ওই ব্যবসায়ী জানিয়েছেন, তিনি শুনেছিলেন আমটি নিলামে উঠবে। সেই কারণেই মসজিদে এসেছিলেন। আমটি কিনেছেন তিনি। এটি খাওয়ার পর আঁটিটা মাটিতে পুঁতে দেবেন। তাঁর ইচ্ছে, বাড়ির বাগানে জাপানের এই বিশেষ প্রজাতির আমগাছটি দেখার।
বছর দুয়েক আগে সৈয়দ সোনা নামে স্থানীয় এক ব্যক্তি জাপানে গিয়েছিলেন। সেখান থেকে এই বিশেষ প্রজাতির আমগাছের চারা এনে লাগিয়েছেন মসজিদে। অবশেষে তাতে ফল ধরেছে।
আরও পড়ুন - বাড়ি বসেই পাবেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স , নয়া পরিষেবা রাজ্যে
বাজারের অন্য আমের থেকে একেবারেই ভিন্ন ধরনের দেখতে এই আম। নতুন ধরনের আম নিয়ে খোঁজখবর নিতে গিয়েই মসজিদ কর্তৃপক্ষ জানতে পারেন মিয়াজাকির কথা। তারপরেই এই আম নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।