প্রচার, মাইকিং, সবকিছুই মনে হচ্ছে ফেল। বনগাঁর পর এবার গাইঘাটা। সন্দেহ সেই ছেলেধরা। গণপিটুনির অভিযোগে উত্তাল ফের উত্তর ২৪ পরগনা। রবিবারও ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। গাইঘাটার পুলিশ গিয়ে ওই যুবককে হাত থেকে বাঁচায়। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এর আগেই গণপিটুনির ঘটনায় উত্তাল হয় বনগাঁ। এক ভবঘুরেকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনও পর্যন্ত দু জনকে গ্রেফতার করা হয়েছে। গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে এই ঘটনা ঘটে পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লি এলাকায়। এখানেও অভিযোগ ছেলেধরার। ওই ভবঘুরেকে স্রেফ সন্দেহের বসে গণপিটুনি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দ্রুত ঘটনা স্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বারাসত থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা থেকে গণপিটুনির অভিযোগ উঠেছে। বারাসতের ঘটনার পর পথে নেমেছে পুলিশ। জনসংযোগে হাতিয়ার করা হয়েছে মাইকিংকে। কিন্তু সপ্তাহ ঘুরতে চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই অভিযোগ উঠছে।