বৃহস্পতিবার থেকেই কার্যত আলোর উৎসব শুরু হয়ে গেল বাংলায়। উত্তরবঙ্গ সফর সেরে ফিরেই বৃহস্পতিবার জানবাজার সম্মিলিত কালী পুজোর উদ্বোধন সারেন তৃণমূল সুপ্রিমো। এরপর একে একে শেক্সপিয়র সরণির ইয়ুথ ফ্রেন্ডস, দেবেন্দ্র ঘোষ রোডের ইন্ডিয়া ক্লাব ও হরিশ মুখার্জি রোডের ভেনাস ক্লাবের পুজোর ফিতে কাটেন মুখ্যমন্ত্রী। বাংলার চারটি তাবড় পুজোর উদ্বোধন নিজে হাতেই করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মঞ্চ থেকেই তিনি সাফ জানিয়ে দেন, কালী পুজোতে যদি কেউ সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, তাদের রেয়াত করবে না রাজ্য সরকার।
এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, দুর্গাপুজোর মতোই কালী পুজোতেও নিম্নচাপের জেরে ভাসতে পারে বাংলা। সেই কথা মাথায় রেখেই, বঙ্গবাসীকে কালী পুজোর আবহাওয়া নিয়েও সতর্ক করতে ভোলেননি তিনি। পাশাপাশি বাজি ফাটানো নিয়েও পুলিশকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
এদিন জানবাজারে উদ্বোধনে গিয়ে মমতার গলায় শোনা যায় খানিক নস্টাজিক সুর-ও। তাঁর কথায় ,'জানবাজারে যারা জান দিয়ে পুজো করেন, তাঁদের টানে এখানে আসি। আসতে না পারলে ভাল লাগে না। এটা আমার পার্মানেন্ট জায়গা।' কথার ফাঁকে টাটা ইস্যুতে সিপিএমকেও বিঁধতে ছাড়েননি মমতা বন্দোপাধ্যায়।