আমেরিকার বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা এবার খুলতে চলেছে কলকাতায়। সোমবার এই ঘোষণা করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, সব ঠিক থাকলে আগামী ২১ মার্চই কলকাতায় আসতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপরই দু'তরফের সিদ্ধান্তে স্বাক্ষরিত হওয়ার কথা মৌ চুক্তি। এই চুক্তি স্বাক্ষরিত হলে দেশে বিদেশে বানিজ্যের আরও প্রসার ঘটবে বলেই আশা রাজ্য সরকারের। ইতিমধ্যেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কলকাতা শাখার জন্য চলছে জমির খোঁজ।
Mamata Banerjee: উপনির্বাচনে বড় ধাক্কা, পঞ্চায়েতের আগে সাগরদিঘির রিপোর্ট তলব মমতার
এদিন মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশন শেষে সাংবাদিকদের জানান,‘‘আগামী ২১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধি দল শহরে আসবে। রাজ্য সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর করা হবে। সেই চুক্তির ভিত্তিতে কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) শাখা অফিস তৈরি হবে এখানে। এটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার।’’