হাওড়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার দুই নাবালকের দেহ। সোমবার গভীর রাতে হাওড়ার নাগিরগঞ্জ ফাঁড়ির কাছ থেকে এই জোড়া দেহ উদ্ধার করা হয়। মৃত এক কিশোরের পরিবারের অভিযোগ,পুরোনো কোনও শত্রুতার বদলা নিতেই তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ,ছেলেরা খেলা সেরে গঙ্গায় স্নান করতে নেমেই ডুবে মৃত্যু হয়েছে তাদের। একজনের নাম মহম্মদ লাভিস ও অন্যজন মহম্মদ আসিফ।
Odisha News: কাশির ওষুধে বিষ মিশিয়ে ৩ বছরের শিশুকে খুন! অভিযোগে ওড়িশায় গ্রেফতার সৎবাবা
মৃত দুই শিশুর বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে। স্থানীয়রা গঙ্গার ঘাটে দুটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়, পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবারের দাবি এটি দুর্ঘটনা নয় খুন। পুলিশ সূত্রে খবর, এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।