একেবারে পরিকল্পনামাফিক রেইকি করেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন বেঙ্গালুরুর ক্যাফেতে। ১লা মার্চ বিস্ফোরণ হলেও রেইকি করা ছিল আগে থেকেই। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে, দুজনকে গ্রেফতারের পর থেকে একের পর এক সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মার্চে বিস্ফোরণ হলেও জানুয়ারি মাসেই আাব্দুল ও মুসাভির চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিলেন। এরপর রেইকি করে তারা প্ল্যান ছকে ছিলেন। বোমা তৈরির জন্য স্থানীয় মুদির দোকান থেকে তারা জিনিসপত্রও কিনেছে।
৯ ভোল্টের ব্যাটারি সহ আইইডি দিয়ে বোমা তৈরি করেছিল। ধৃত দুই আইসিস জঙ্গি শিবমোগা মডিউলের সদস্য।
Jyotipriyo Mallick: জ্যোতিপ্রিয়র সল্টলেক, বোলপুরের ২ বাড়ি সহ কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
উল্লেখ্য, ঘটনার প্রায় ১ মাস বাদে, গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে। এবং বাকি দুই অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে শুক্রবার কাঁথি থেকে গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতরা IS এর সঙ্গে যুক্ত ছিল। বেশ কয়েকদিন ধরে এরাজ্যে অভিযুক্তরা লুকিয়ে ছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ধৃতদের নাম মুসাভির শাজ়িব হুসেন এবং আবদুল মাঠিন আহমেদ।