প্রায় ৫ বছর পর বহু আন্দোলন বিক্ষোভের শেষে কিনারা হয়েছে ২০১৪ এবং ২০১৭ এর টেট পরীক্ষার্থীদের (TET Exam)। মঙ্গলবার থেকেই ১৪ এবং ১৭ সালে পাশ করা প্রার্থীদের ,ডাকা হবে প্রথম দফার ইন্টারভিউয়ে। ইন্টারভিউ নিয়ে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি হয়েছে। মানতে বলা হয়েছে কোভিড বিধি।
পর্ষদের অফিসে ডাকা হয়েছে অন্তত ২০০ জন প্রার্থীকে। মৌখিক পরীক্ষা ও ডেমো ক্লাস নেওয়ার পরীক্ষা নেওয়া হবে তাদের। কোভিড বিধি মেনে তবেই ইন্টারভিউ দিতে পারবেন প্রার্থীরা।
Thakurpukur Cancer Hospital: ‘ক্যান্সার সাসপেক্টেড’ বৃদ্ধার গর্ভাশয়ে ৪৬ কেজির টিউমার
উল্লেখ্য, শুক্রবার ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। জরিমানা করা হয় একজনের।