অবশেষে বাড়ি ফিরলেন অরুণিমা পাল। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্ট থেকে জামিনে বাড়ি ফিরে কিছুটা স্বস্তিতে এই টেট চাকরিপ্রার্থী। তাঁকে শুভেচ্ছা জানান অন্য চাকরিপ্রার্থীরাও। মাকে কাছে পেয়ে কেঁদে ফেলে মেয়ে। অন্যদিকে, স্ত্রীর লড়াইকে কুর্ণিশ জানিয়ে সাধন পালের প্রশ্ন, পুলিশ কামড়ে দিলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
জীবনের চেনা ছন্দে ফিরে অরুণিমার দাবি, “আমরা ক্রিমিনাল নই। সেটা প্রমাণ হল। এতদিনে কোর্টের বিচারে তো প্রমাণ হয়েই গিয়েছে আমাদের চাকরি চুরি গিয়েছে।” তবে এখনই যে তাঁরা আন্দোলন থেকে সরে আসছেন না, তাও এদিন স্পষ্ট করে দেন এই চাকরিপ্রার্থী। হকের চাকরির দাবিতে ফের তাঁরা পথে নামবেন, তা জানিয়েছেন অরুণিমা।
আরও পড়ুন- RS Virus in West Bengal: রাজ্যে বাড়ছে RS ভাইরাসের প্রকোপ, আক্রান্ত সদ্যজাত থেকে ২ বছরের শিশু
বুধবার এই টেট আন্দোলনকারীকে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের এক মহিলা কর্মীর বিরুদ্ধে। বাকিদের সঙ্গে রক্তাক্ত অবস্থাতেই তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া লালবাজারে। অভিযোগ, সেখানেও একপ্রস্থ পুলিশি হেনস্থার শিকার হন অরুণিমা। অসুস্থবোধ করার পরেও দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। এমনকি গ্রেফতার হওয়া অন্য টেট আন্দোলনকারীদের অভিযোগ, অরুণিমার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশের তরফে বলা হয়, আক্রান্তের মৃত্যু হলে তার দায় নেবেন তাঁরা।