চতুর্থীর দিন বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে ভয়ঙ্কর বিস্ফোরণে অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। সোমবারের সকালের এই বিস্ফোরণের ঘটনায় আরও অনেকে জখম হয়েছে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে শ্রমিকরা কয়লা ভাঙার কাজ করছিলেন। সেইসময়ের বিস্ফোরণের ঘটনা ঘটে যায়।
কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে বিস্ফোরণ ঘটনানো হয়, তখনই দুর্ঘটনাবশত বিপদ হয়ে যাওয়ার আশঙ্কা করছে পুলিশ। ঘটনাস্থলে জিএমপিএল-এর সদস্য ও আধিকারিকরা। উদ্ধারের চেষ্টা চলছে আটকে পড়া শ্রমিকদের।