Joynagar News :জয়নগরের ঘটনার প্রতিবাদ, বিজেপির থানা ঘেরাওকে ঘিরে রণক্ষেত্র কুলতলি, বিক্ষোভ-অবরোধ

Updated : Oct 06, 2024 16:09
|
Editorji News Desk

শনিবারের পর নতুন করে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল স্থানীয় মহিষমারি গ্রামে। রবিবার বিজেপির কুলতলি থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আরও একবার উত্তেজনা তৈরি হল। পুলিশের বিরুদ্ধে বাঁধা দেওয়ার অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল। প্রতিবাদে দু জনেই কুলতলি থানার সামনে অবস্থানে বসে পড়েন। 

এদিকে,নিহত পড়ুয়ার বাড়িতে যাচ্ছেন সিনিয়র ডাক্তারদের একটি দল। ধর্মতলার অনশন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার জানিয়েছেন, তাঁদের তরফ থেকেও ছয় জনের একটি দল জয়নগর যাবেন। এই অবস্থায় শনিবার কাঁটাপুকুর মর্গের সামনে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে দুটি মামলা রুজু করা হয়েছে। যে ঘটনায় ইতিমধ্যেই দু জনকে গ্রেফতারও করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে বাম নেত্রী দীপ্সিতা ধরের বিরুদ্ধেও। 

শনিবার থেকেই বিচার চেয়ে পথে নেমেছে মহিষমারি। প্রায় রাতভর রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। এদিন ঘটনাস্থলে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। পুলিশের দাবি, দুই বিজেপির দুই নেতা ঘটনাস্থলে গেলে ফের উত্তেজনা ছড়ায়। কুলতলি থানার সামনে পুলিশকে লাঠি চালাতে হয়। 

মহিষমারির ঘটনায় শনিবারই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তাকে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। যা অস্বীকার করেছেন বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। তিনি জানিয়েছেন, অভিযোগ দায়েরে পাঁচ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 

Jaynagar murder

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর