পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরায়। বৃহস্পতিবার বেলা বারোটার সময় বোর্ড গঠনের কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও বোর্ড তৈরি না হওয়ায় ঝামেলা শুরু হয়ে যায়। তৃণমূল অভিযোগ করে, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে আইএসএফ এবং সিপিএম। শুরু হয় দু পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি।
এলাকায় দ্রুত দোকানপাঠ বন্ধ হয়ে যায়। পুলিশের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে। ফুরফুরা পঞ্চায়েতের ২৯টি আসনের মধ্যে ২৪টি পেয়েছে তৃণমূল। আইএসএফ ও সিপিএম জোটের দখলে ৫ টি আসন। অভিযোগ, বোর্ড গঠনকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই অশান্তি চলছে।
আরও পড়ুন : পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের খড়গ্রাম, নিহত এক
অশান্তির মাঝে বাতিল হয়ে গেল বোর্ড গঠন। আজ বোর্ড গঠন হবে না বলে জানালেন বিডিও। আইএসএফের অভিযোগ, জোর করে ফুরফুরায় পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। তার বিরুদ্ধেই তারা আদালতে গিয়েছিল।