মেয়ের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না । হাসপাতাল চত্বরে মন্ত্রীর পা ধরে মেয়ের প্রাণভিক্ষা চেয়েছিলেন বাবা-মা । চিকিৎসা যাতে ভাল হয়, তার আশ্বাসও দেন মন্ত্রী বীরবাহা হাঁসা । কিন্তু, তারপরেও হল না শেষরক্ষা । মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোরী । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার পরিবার । রবিবার রাতে কিশোরী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । যদিও, পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
জানা গিয়েছে, অ্যাপেনডিক্সের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর তেরোর রিঙ্কু রায় । পরিবার সূত্রে খবর, দু'বার অস্ত্রোপচার হয় তার । কিন্তু, ক্রমে তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে । ভেঙে পড়েন ওই কিশোরীর মা-বাবা । হাসপাতাল চত্বরে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে দেখে অভিযোগ করেছিলেন তাঁরা । মন্ত্রীর আশ্বাস পেয়ে মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন গুনছিলেন । কিন্তু, তা আর হল না । রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয় ওই কিশোরীর । তারপরই ক্ষোভে ফেটে পড়ে বাড়ির লোকজন । যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি।
কিশোরীর মৃত্যুর পিছনে আদৌ হাসপাতালের কোনও গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে শাসকদলের তরফে ।