পৌষ পড়তেই শীতের (Winter) দাপট শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। শনিবার ছিল মরসুমের শীতলতম দিন। যদিও রবিবার থেকেই পরিবর্তন হতে শুরু করেছে আবহাওয়া (Weather Update)। বাড়ছে তাপমাত্রা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বজায় থাকছে শীতের স্পেল। স্বাভাবিক থাকবে দিন ও রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গে মাঝারি কুয়াশা এবং দক্ষিণবঙ্গের উপকূলে হালকা কুয়াশা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
সোমবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মিলবে। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন।
সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আরও পড়ুন- নতুন গুড়ের সন্দেশ থেকে বিষ্ণুপুরের দশাবতার তাস, একাধিক পণ্যে GI-এর আবেদন রাজ্যের
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ উত্তরবঙ্গে পার্বত্য এলাকা সংলগ্ন জেলাগুলিতে বেশি থাকবে। যার জেরে মাঝারি কুয়াশায় ঢেকে যাবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলি।