Pallavi Dey Death Update: গাড়ি থেকে ফোন, সাগ্নিককে দামী উপহার দিতেন পল্লবী, দাবি পল্লবীর বাবার

Updated : May 17, 2022 13:52
|
Editorji News Desk

পল্লবীর রহস্যমৃত্যুতে (Pallavi Dey Death Update) ফের চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিনেত্রীর বাবা নীলু দে । তাঁর দাবি, সাগ্নিককে (Sagnik Chakraborty) দামী দামী উপহার দিতেন পল্লবী । কখনও গাড়ি, কখনও ফোন । তাঁর বাবার কথায়, মেয়ে সাগ্নিককে খুবই ভালবাসত । তাঁর অভিযোগ, তারপরেও সেই সাগ্নিকই খুন করল তাঁর মেয়েকে । শুধু সাগ্নিক নয়, ঐন্দ্রিলাও (Oindrila Mukherjee) এর মধ্যে জড়িয়ে রয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর বাবার ।

মঙ্গলবার পল্লবীর বাবা নীলু দে জানিয়েছেন, সাগ্নিকের যে অডি গাড়ি রয়েছে, সেটা পল্লবীর টাকাতেই কেনা । এই গাড়ি কেনার জন্য পল্লবী তাকে ২২ লাখ টাকা দিয়েছিলেন । শুধু তাই নয়, বাবার দাবি, সাগ্নিকের জন্মদিনে দেড় লাখ টাকার ল্যাপটপ উপহার দিয়েছিলেন পল্লবী । এ ছাড়া লাখ টাকা দিয়ে মোবাইল ফোন কিনে দিয়েছিলেন । দুজনের তিনটি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল বলে দাবি অভিনেত্রীর বাবার ।

আরও পড়ুন, Tele Actress Death in Garfa : 'পল্লবীর সঙ্গে যোগাযোগ ছিল না', মিথ্যে অভিযোগে ফাঁসানোর দাবি ঐন্দ্রিলার
 

এদিন, ঐন্দ্রিলার প্রসঙ্গও তোলেন তিনি । ফের তাঁর মুখে শোনা যায়, সাগ্নিকের সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্কের কথা । পল্লবীর বাবা বলেন, "সাগ্নিক, ঐন্দ্রিলা নামে মেয়ের এক বান্ধবীর সঙ্গে গোপনে সম্পর্ক রাখত । সেটাই জানতে পেরে মেনে নিতে পারেননি পল্লবী ।" তাঁর বাবার দাবি, ঐন্দ্রিলাকে খুবই ভালবাসত পল্লবী । কিন্তু সেই সাগ্নিক আর ঐন্দ্রিলা মিলেই পল্লবীকে খুন করেছে, এমনই অভিযোগ পল্লবীর বাবার । তিনি চাইছেন, উপযুক্ত তদন্ত হোক ও দোষীরা যেন শাস্তি পায় ।

অন্যদিকে, ঐন্দ্রিলা তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন । এক সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলা মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁর সঙ্গে সাগ্নিকের কোনও সম্পর্ক ছিল না । পল্লবী ও সাগ্নিক দুজনেই তাঁর বন্ধু । পল্লবীর মারফৎ সাগ্নিকের সঙ্গে আলাপ তাঁর । তাঁর দাবি, পল্লবীদের ফ্ল্যাটেও মাত্র একবারই গিয়েছিলেন, তাও আবার পল্লবীর উপস্থিতিতেই ।

টেলি অভিনেত্রী পল্লবী দের মৃত্যুর ঘটনায় সাগ্নিক ও ঐন্দ্রিলার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন অভিনেত্রীর বাবা-মা । দুজনের বিরুদ্ধে খুন ও প্রতারণার অভিযোগ রয়েছে । এই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতভর সাগ্নিককে জেরা করে পুলিশ । তদন্ত চলছে জোরকদমে । এদিকে, সোমবার রাতেই পল্লবীর গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হুক্কা, গাঁজা-সহ নেশার সামগ্রী । তদন্তকারীদের একটি সূত্রে দাবি করা হয়েছে, প্রয়াত অভিনেত্রীর ফোনও পরীক্ষা করা হয়েছে ।

bengali actressPallavi Dey

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর