ফের অ্যাডিনো ভাইরাসে মৃত্যু (Adeno Virus Death) রাজ্যে । এবার এই ভাইরাস প্রাণ কাড়ল ১৩ বছরের কিশোরীর । মৃতার নাম ঊর্জাসাথী রায়চৌধুরী । জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিল সে । সেখানেই মৃত্যু হয় ঊর্জাসাথীর ।
কিশোরীর বাড়ি খড়গপুরে (Kharagpur) । জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল সে । চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় (Adeno Virus Death Kolkata) নিয়ে আসা হয় । ১৫ ফেব্রুয়ারি ঊর্জাসাথীকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয় । ১৬ ফেব্রুয়ারি তাঁর শরীরে অ্যাডিনোভাইরাসের উপস্থিতি মেলে । পরে আরও শারীরিক সমস্যা দেখা দেয় । নিউমোনিয়া ধরা পড়ে । শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয় তাকে । কিন্তু, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না । বুধবার রাতেই তার দেহ মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছে ।
আরও পড়ুন, DA protest : ডিএ মঞ্চে গুরুতর অসুস্থ আন্দোলনের অন্যতম নেতা ভাস্কর ঘোষ, ভর্তি হাসপাতালে
রাজ্যে অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । বিশেষ করে শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে । চিকিৎসকরা বলছেন,অ্যাডিনোভাইরাসে শিশুদের ফুসফুস ও শ্বাসনালি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে । স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে সতর্ক করেছে সাধারণ মানুষকে ।