স্কুলে ঢুকে শিক্ষিক শিক্ষিকাদের মারধর করার অভিযোগ উঠল বহিরাগত একদল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নরেন্দ্রপুরের বলরামপুরের মন্মথনাথ বিদ্যামন্দিরে। কয়েকজনের ফোন ভেঙে দেওয়া হয় বলে খবর। পুরো ঘটনায় প্রধানশিক্ষকের মদত রয়েছে বলে অভিযোগ।
কী জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা?
শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, শনিবার দুপুরে আচমকা কয়েকজন বহিরাগত ঢুকে পড়েন স্কুলে। এবং তাঁরা গালিগালাজ করে এবং হামলা চালায়। তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ দুর্নীতির সঙ্গে জড়িত। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অন্য শিক্ষক শিক্ষিকারা। সেকারণেই বহিরাগত দিয়েই তাঁদের উপর হামলা চালানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।