স্কুলে ঢুকতে দেরি। তাই হাজিরা খাতায় সই করতে দেননি হেডমাস্টার(Head Master)। কিন্তু এর জেরে যে কাণ্ড করে বসলেন ওই শিক্ষক, তাতে হতভম্ব গোটা স্কুল। প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতি, এরপরেই হেডমাস্টারের টুঁটি টিপে ধরেন ওই শিক্ষক। অভিযোগ, সেই সময় এক শিক্ষাকর্মী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করেন ওই শিক্ষক। অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে গ্রেফতারও করেছে পুলিশ। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির অজয়পুর উচ্চ বিদ্যালয়ে।
অজয়পুরের ওই স্কুল(Ajaypur High School) সূত্রে খবর, অভিযুক্ত ওই শিক্ষকের নাম দেবাশিস খাগ। গত বৃহস্পতিবার দেবাশিসবাবু স্কুলে পৌঁছতে দেরি করেছিলেন। যার জন্য স্কুলের হাজিরা খাতায় তাঁকে সই করতে বাধা দেন প্রধান শিক্ষক আশিস গড়াই। সে নিয়ে প্রথমে শুরু হয় তুমুল বচসা। অভিযোগ, এর পরেই স্কুলের প্রধান শিক্ষককে মারতে উদ্যত হন সহ-শিক্ষক। স্কুলের শিক্ষাকর্মী অভিজিৎ ভাণ্ডারি তাঁকে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করেন। গুরুতর আহত অবস্থায় অভিজিৎবাবুকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে(Suri Super Speciality Hospital) ভর্তি করা হয়েছে। এর পর স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। যদিও প্রধান শিক্ষকের দাবি, স্কুলে দেরি করে আসায় তিনি শুধু ওই শিক্ষককে রেজিস্টার খাতায় সই করতে বারণ করেন। এরপরেই মারমুখী হয়ে ওঠেন ওই শিক্ষক।
উল্লেখ্য, সম্প্রতি স্কুল শিক্ষকদের (School Teacher) জন্য কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার (State Government) । এবার থেকে সকাল ১১টা বেজে ৫ মিনিটের পর স্কুলে এলে অনুপস্থিত বলে গণ্য করা হবে সংশ্লিষ্ট শিক্ষককে । ১০টা ৫০ মিনিটের পর এলে অর্ধদিবসের বেতন কাটা যাবে।