বিবাহিত হয়েও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এই অপরাধে কলেজ শিক্ষককে বেঁধে মারধরের অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। শুধু মারধর নয়। এরপরে ওই শিক্ষককে নিয়ে যাওয়া হয় গ্রামের সালিশি সভায়। সেখানে শিক্ষককে ৮ লক্ষ টাকা জরিমানা দেওয়ারও নিদান দেওয়া হয় বলেও অভিযোগ। গুরুতর আহত শিক্ষককে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। জানা গিয়েছে, চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান কেশপুর থানার নেড়াদেউলের বাসিন্দা ওই স্কুল শিক্ষক। ঘটনার কথা জানতে পারে ছাত্রীর পরিবার। দিন কয়েক আগে ওই শিক্ষক ছাত্রীর সঙ্গে দেখা করতে গেলেই তাঁর উপর চড়াও হয় পরিবারের লোকজন।