অ্যাডিনো সংক্রমণ (Adenovirus) সহ শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় ৭টি দাওয়াই দিল টাস্ক ফোর্স । অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে কাবু রাজ্য । একের পর এক শিশু মৃত্যুর খবর আসছে । বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যায় অধিকাংশ মৃত্যু হচ্ছে । পরিস্থিতি মোকাবিলায় নবান্নর তরফে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল । এবার ওই টাস্ক ফোর্সের (Task Force) তরফে ৭টি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেখানে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ থেকে জনসচেতনতা প্রচার, অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ।
সম্প্রতি, মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা । ওই বৈঠকে অ্যাডিনো মোকাবিলায় ৭টি পদক্ষেপ করেছে টাস্ক ফোর্স । সেগুলি কী কী, জেনে নিন...
১. অ্যাডিনো-সহ শ্বাসকষ্টজনিত রোগ রোধে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে হবে ।
২. শ্বাসকষ্টজনিত অসুখে আক্রান্ত শিশুদের চিহ্নিতকরণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে হবে ।
৩. প্রাথমিক স্তরে জনসচেতনতা প্রচার চালাতে হবে । বিশেষ করে সরকারি পোর্টাল থেকে সমাজ মাধ্যমগুলির মাধ্যমে জনসচেতনতার প্রচারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ।
আরও পড়ুন, Group C Recruitment Scam: ০ থেকে ৫৮ বা ১ থেকে ৫৪, এসএসসির সার্ভারে গ্রুপ-সি কর্মীদের নম্বরে নয়ছয়?
৪. জনসচেতনতা কাজে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA), ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিসিয়ানস (IAP)-দের যুক্ত করতে হবে
৫. প্রথমেই যাতে রোগ নির্ণয় করা যায়, তার জন্য আশা কর্মীদের বাড়ি-বাড়ি যেতে হবে
৬. মঙ্গলবার বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করতে হবে স্বাস্থ্য কমিশনকে
৭. বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরদারিতে প্রোটোকল মেনে চিকিৎসা করতে হবে