কলকাতায় আকাশ ছোঁয়া দাম পেঁয়াজের। যার জেরে নাভিশ্বাস ওঠার অবস্থা মধ্যবিত্তের। ৭০, ৮০ টাকা ছাড়িয়ে বেশ কলকাতার বেশ কয়েকটি জায়গায় ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম নিয়ন্ত্রণে রাখতে এবার কড়া নজরদারি শুরু করল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার সকাল থেকে একাধিক বাজারে হানা দেয় তারা।
এদিন সকালে একাধিক দোকানে ঘুরে বিভিন্ন সবজির দাম জানার চেষ্টা করেন ওই দলের সদস্যরা। টাস্ক ফোর্সের এক সদস্য জানিয়েছেন, নাসিকের ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছেন। সেকারণে সঙ্কট তৈরি হয়েছে।
শুধু কলকাতা নয়, জেলা গুলিতেও নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা। আগামী ১০-১৫ দিনের মধ্যেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।