৮ নভেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, গ্রহণের সময় বন্ধ থাকবে মন্দির। তাই তারাপীঠ মন্দিরের সময় সূচি কিছুটা পরিবর্তন করে নোটিস জারি করল কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকাল ৩.৪৫ মি. থেকে সন্ধ্যা ৬.১৯ মি. পর্যন্ত মন্দিরের গর্ভ গৃহ-এর দরজা বন্ধ রাখা হবে। পুন্যার্থীরা এই সময় মা কে দর্শন করতে পারবেন না। এমনটাই নোটিস দিয়ে জানিয়েছে মন্দির কমিটি।
৮ নভেম্বর বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
শুধু এই বছরের নয়, আগামী তিন বছরের জন্য এটিই হতে চলেছে শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) । মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এরপরে ২০২৫ সালের ১৪ মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ভারতে-সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা।- চন্দ্রগ্রহণের সময় পৃথিবী চাঁদ সূর্য একই সরল রেখায় এসে পড়ায়, পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে চাঁদকে ঢেকে দেয়, ফলেকিছু সময়ের জন্য চাঁদকে দেখা যায় না।