তারকেশ্বর লাইনে বাড়তে চলেছে ট্রেনের গতিবেগ। বুধবার তাঁর ট্রায়াল রান সফল হয়েছে। এমনই জানিয়েছে পূর্ব রেল। রেলের দাবি, এর ফলে যাতায়াতের সময় আরও কম হবে। তবে নিত্যযাত্রীদের দাবি, পরিষেবা স্বাভাবিক হলে, গতিবেগ বাড়ালে কাজে আসবে। ওই লাইনে সঠিক সময় ট্রেন না চলার অভিযোগও আছে নিত্যযাত্রীদের।
বর্তমানে শেওড়াফুলি-আরামবাগ লাইনে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে যায় লোকাল ট্রেন। ১৫টি স্টেশন পাড়ি দিতে লাগে দেড় ঘণ্টা। ভবিষ্যতে ওই ট্রেনের সর্বাধিক গতি হতে পারে ১২০ কিলোমিটার প্রতিঘণ্টা।
বুধবার তারকেশ্বর থেকে দুপুর ২টো নাগাদ একটা চার কামরার ট্রেন চালানো হয়। মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটি। সর্বোচ্চ গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। গড় গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার।