প্রতিদিন কয়েক হাজার ভক্ত সমাগম হয় তারাপীঠ ধামে (Tarapith Temple)। একটি বার মায়ের দর্শন পেতে দূরদুরান্ত থেকে ভক্তরা ভিড় জমান ধামে। আর কয়েক দিন পর কৌশিকী আমাবস্যা, কিন্তু এই মুহূর্তে তারাপীঠে গেলেও দর্শন মিলবে না মা তারার। কারণ গর্ভগৃহে শুরু হচ্ছে সংস্কারের কাজ, তার জেরেই তারা মায়ের মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র।
Supreme Court : যাদবপুরে অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলা, হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
তার উপর বর্ধমান–সাহেবগঞ্জ কর্ড লাইনে কাজ চলার জেরে ট্রেন বন্ধ রয়েছে। তারাপীঠে ভৈরবের মন্দিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মূর্তি। করোনা কালে একাধিক কাজ করা হলেও গর্ভগৃহে কিছু করা যায়নি। সেই কারণেই এবার সংস্কারে হাত দিতে চাইছে মন্দির কর্তৃপক্ষ। বেশ কিছুদিন সময় লাগবে বলেও জানানো হয়েছে মন্দির কমিটির তরফে।