আজ তিরোদশী। শুক্লা চতুর্দশী তিথিতে শনিবার তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। কথিত আছে, বোন মৌলাক্ষী মায়ের সঙ্গে এই দিনেই দেখা হয়েছিল তারা মায়ের। পাশাপাশি বসে গল্পগাছা করেছিলেন দুই বোন।
শনিবার ভোর থেকেই তারাপীঠে পুণ্যার্থীদের ঢল। মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। স্নানপর্ব মেটার পর মাকে সাজানো হয় রাজ-রাজেশ্বরী সাজে! মঙ্গল আরতি পর্বের পর দেওয়া হয় শীতল ভোগ।এদিন দুপুরে কোনও অন্নভোগ রান্না হয় না৷ রীতি অনুযায়ী মায়ের আজ উপোস! দিনভর তাই ফল-মিষ্টিই খান মা। রাতে মাকে দেওয়া হয় অন্ন ভোগ। যাকে বলা হয় মহা ভোগ। রাতে মায়ের কাছে অন্নভোগ নিবেদন করার পরই উপবাস ভাঙেন সেবায়েতরা।