মঙ্গলবার বিধানসভায় যাচ্ছেন না তাপস রায় । বুধবার ডেকে পাঠানো হয়েছে তাঁকে । বিধানসভার সচিবালয়ের তরফে হঠাৎই সিদ্ধান্ত বদলের কথা জানানো হয়েছে ।
সোমবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাপস রায় । তারপরই বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে ইস্তফাপত্র জমা দেন । মঙ্গলবার তাঁকে শুনানির জন্য ডেকে পাঠানো হয় । কিন্তু মঙ্গলবার সকালেই সিদ্ধান্ত বদল করে সচিবালয় । সমস্ত প্রক্রিয়া শেষ করতে বুধবার ডাকা হয় তাপস রায়কে ।
সোমবার তাপস রায় বলেছিলেন, 'ব্রাত্য, কুণাল এসেছিল। ওরা আমায় ভালবাসে, ছোট ভাই । কুণাল আমাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করতে এসছিল । ঠিক তখনই সুব্রত বক্সির তরফে আমার কাছে শোকজ নোটিস এল ! এই তো দল । এই দলে যাঁদের সাসপেনশন হওয়া উচিৎ, তাঁরা বহাল তবিয়ৎে থাকবে ।'