রংবাজি নয়, রং খেলায় মেতে উঠুক সকলে। দোলের দিন এমনই মন্তব্য করলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। রবিবার রাতে প্রার্থী ঘোষণা করার পর সোমবার থেকেই জনসংযোগ কর্মসূচি শুরু করে দিলেন তিনি।
Read More-ED হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক, নির্বাচন পরিচালনার দায়িত্বে নতুন কমিটি গঠন
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। তারপর থেকেই শোনা যাচ্ছিল তাঁকে বিজেপিতে টিকিট দেওয়া হতে পারে। সেইমতো রবিবার রাতে বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় দেখা যায় তাতে নাম রয়েছে তাপস রায়ের।
কী বললেন তাপস রায়?
সোমবার সকাল থেকেই হোলি খেলায় মেতে ওঠেন তাপস রায়। তিনি বলেন, "রংবাজি নয়। যার যা রং সেই রং যেন মানুষের মনে লাগে। রংবাজি করে কোনওদিন মন জয় করা যায়নি। আজও যাবে না।"