কুন্তল ঘোষের (Kuntal Ghosh) থেকে কোনও ঘুষ চাননি তাপস মণ্ডল (Tapas Mondal)। তাঁর পরিচিতদের থেকেই টাকা নিয়েছিলেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল। সেই টাকা ফেরত চেয়েছিলেন তিনি। এবার পাল্টা অভিযোগ প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারিতে (Primary TET Scam) অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের।
নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারির পরই তাপস মণ্ডলের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। নিউটাউনের আবাসন থেকে ইডি যখন তাঁকে বের করে, সেই সময় কুন্তল ঘোষ ষড়যন্ত্রের দাবি তুলে জানান, ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন তাপস মণ্ডল। তা না দেওয়াতেই এই পরিণাম হয়েছে। সংবাদমাধ্যমকে তাপস মণ্ডল জানান, তিনি কেন ঘুষ চাইতে যাবেন। যে টাকা নিয়েছেন, সেই টাকাই ফেরত চাওয়া হয়েছে তাঁর কাছে।
আরও পড়ুন: তাপস মণ্ডলকে ঘুষ না দেওয়ার পরিণাম, গ্রেফতারির পর ষড়যন্ত্রের দাবি কুন্তল ঘোষের
তাপস মণ্ডলের অভিযোগ, "চাকরির জন্য কুন্তল আমার ছাত্র ও পরিচিত লোকজনের থেকে টাকা নিয়েছে। সেই প্রমাণ আমি ইডিকে দিয়েছে। সেই টাকা ফেরতের জন্য ক্রমাগত চাপ দিয়েছি। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের জন্য চাপ তৈরি করেছি। এটা কি অন্যায়।"