পুনর্নিবাচনের আগের রাতে রণক্ষেত্র তমলুক। এবার বিজেপি কর্মী সমর্থকদের মারে গুরুতর জখম তমলুক শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাড়া। ব্যালট লুঠ, নিরাপত্তার অভাব-এহেন নানা অভিযোগে ভোটের পর থেকেই দফাও দফায় উত্তপ্ত হয়েছিল পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা। পথ অবরোধ, বিক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরা। বিক্ষোভ এতটাই জোরালো হয়েছিল যে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ।
বিজেপির অভিযোগ, রবিবার সন্ধেয় তমলুকের নাইকুড়িতে স্ট্রং রুমের পিছনের দরজা দিয়ে শাসক দলের লোক ঢুকে ব্যালটে কারচুপি করছিল। এরপরেই বেধড়ক মারধর করা হয় তৃণমূল নেতাকে, তাঁর বাইক পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।