Snake Venom: সাপের বিষের প্রতিষেধক এবার ট্যাবলেট, ট্রায়াল শুরু হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে

Updated : Apr 05, 2022 10:31
|
Editorji News Desk

বিষাক্ত সাপের কামড়ের (Snake Poison) চিকিৎসায় এতদিন ভরসা ছিল অ্যান্টিভেনম ইঞ্জেকশন (Anti Venom Injection) । এবার সাপের বিষের প্রতিষেধক হিসাবে আসছে ট্যাবলেট (tablet) । সেক্ষেত্রে ইঞ্জেকশনের ভরসায় আর থাকতে হবে না কোনও রোগীকে । ট্যাবলেটই প্রাণ বাঁচাবে বহু মানুষের । এমনই মনে করছেন বিশেষজ্ঞরা । যদিও, বাজারে এখনও এই ট্যাবলেট আসেনি । এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে । খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে ।

ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়াল

সাপের বিষের প্রতিষেধক হিসাবে এই ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO’র সাবজেক্ট এক্সপার্ট কমিটি । গত বছর ১৫ সেপ্টেম্বর এই অনুমতি দেওয়া হয় । ২টি ক্লিনিক্যাল ট্রায়াল হবে । গবেষণার জন্য দেশের ৪টি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে । তার মধ্যে রয়েছে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ । এখানে আর কয়েকদিনের মধ্যে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে ।

কেন এই চিন্তাভাবনা ?

সাপে কামড়ালে রোগীকে AVS অর্থাৎ অ্যান্টি ভেনম স্নেক ইঞ্জেকশন দেওয়া হয় । কিন্তু, অনেকসময় দেখা যায়, সাপে কামড়ানোর পর বহু রোগী এই ইঞ্জেকশন সঠিক সময়ে পায় না । ফলে চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে তাঁদের । চিকিৎসকরা জানাচ্ছেন, গ্রামের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলিতে AVS ইঞ্জেকশন সবসময় পাওয়া যায় না । শহরের হাসাপাতেল এসে ইঞ্জেকশন নিতে হয় । কিন্তু, সেক্ষেত্রে চিকিৎসায় অনেক দেরি হয়ে যায় । হাসপাতালে আসার আগেই বহু রোগী মারা যান । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে প্রায় ১২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সাপের কামড়ে ।

আরও পড়ুন, Lata Mageshkar- Grammy: সুর সম্রাজ্ঞীর কোনও উল্লেখ ছাড়াই কাটল গ্র্যামির রাত, মর্মাহত ভারতীয়রা
 

এই পরিস্থিতি যাতে না তৈরি হয়, যাতে বহু মানুষের প্রাণ বাঁচে, সেসব কথা চিন্তা করেই বিকল্প ব্যবস্থা হিসাবে ট্যাবলেটের কথা চিন্তাভাবনা করেছেন চিকিৎসকরা । তাঁদের মতে, ট্যাবলেট বাজারে এলে ইঞ্জেকশনের জন্য মানুষকে আর শহরে আসতে হবে না । ট্যাবলেট থাকলে গ্রামের হাসপাতালেই চিকিৎসা করাতে পারবেন ।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে এই ট্যাবলেট এলে বহু রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে । বাজারে কবে আসবে এই ট্যাবলেট ? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি । দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষের পরই সিদ্ধান্ত নেওয়া হবে । ট্যাবলেটের দামও তখনই নির্ধারিত করা হবে ।

snakeSnake venomTablet

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর