এবার থেকে রূপান্তরকামীরাও স্বাস্থ্যসাথীর আওতায় আসবেন। সম্প্রতি এমনটাই জানিয়েছে স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্যসাথীর ফর্মপূরণের সময় তিনটি কলাম থাকে। পুরুষ, স্ত্রী ও অন্যান্য। বর্তমানে অনেকেই নিজের পরিচয় প্রকাশ্যে নিয়ে আসছেন। সেই কারণেই আধার, ভোটার ছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। এবার এসবের পাশাপাশি তাঁরা স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - এখনই চার বছরের স্নাতক নয়, কমিটি গঠন করে তবেই সিদ্ধান্ত
রূপান্তরকামী ছাড়াও বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্যও স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তা নিয়ে বিভিন্ন জেলায় কাজ শুরু হয়ে গিয়েছে।
শুধু জেলায় নয় কলকাতায় স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে পুর কমিশনার ও এবং জেলাশাসকরা নোডাল অফিসার হিসেবে কাজ করবেন বলে জানা গিয়েছে। একসঙ্গে পাঁচ জন বা তার বেশি সংখ্যক বৃদ্ধাশ্রমের আবাসিক আবেদন করলেই এই সুবিধা মিলবে।