নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijaan) শুরুতেই বাধা । শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আটক করল পুলিশ । আটক করা হল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও (Locket Chatterjee) । তাঁদের প্রত্যেককেই প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ (Suvendu Detained) । ফলে সাঁতরাগাছি হয়ে নবান্ন যাওয়ার যে পরিকল্পনা ছিল তাঁদের, তা একপ্রকার ভেস্তে গেল ।
এদিন, পিটিএস থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন অভিমুখে রওনা দেন শুভেন্দু, লকেট এবং রাহুলরা । কিন্ত শুরুতেই তাঁদের আটকে দেয় পুলিশ । দ্বিতীয় হুগলি সেতুর সামনে পুলিশ ব্যারিকেডের কাছেই বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে । পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু, লকেটরা। শুভেন্দুর অভিযোগ, মহিলা পুলিশরা তাঁর গায়ে হাত দিয়েছেন । বিধায়কের রাস্তা আটকে পুলিশ মস্করা করছে বলেও কটাক্ষ করেন শুভেন্দু । এর পরই তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয় । একইসঙ্গে আটক করা হয় লকেট ও রাহুল সিনহাকেও ।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবার সকাল থেকেই জায়গায় জায়গায় আটকে দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের । নবান্ন অভিযানে বাধা পেয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিজেপি । বিজেপি কর্মীদের নবান্নমুখী একের পর এক বাস রাস্তায় আটকে দেওয়া হয় বলে অভিযোগ । শুধু তাই নয়, সোমবার থেকেই কলকাতামুখী বহু কর্মী-সমর্থককে পুলিশ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ করে বিজেপি । বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়ার পাশপাশি, উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকেই আসা বিজেপি কর্মী-সমর্থকরা এই অভিযোগ তুলেছেন ।