Suvendu Adhikari:১০০ দিনের প্রকল্প তৃণমূল নেতাদের টাকা কামানোর যন্ত্র, মোদীকে চিঠিতে অভিযোগ শুভেন্দুর

Updated : Aug 13, 2022 14:41
|
Editorji News Desk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের অর্থ নয়ছয়ের অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর অভিযোগ, বাংলার নাগরিকদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেগুলি কার্যকর করতে গিয়ে ব্যাপক  দুর্নীতি করেছে রাজ্য। হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের নামও বদলে ফেলা হচ্ছে।

চিঠিতে শুভেন্দু লিখেছেন, দীর্ঘ দিন ধরে এই দুর্নীতি চলছে। ১০০ দিনের প্রকল্পে কোনও কাজ না করেই টাকা খরচ দেখানো হয়েছে, এবং তা প্রমাণ করতে জাল ভুল শংসাপত্র দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ১০০ দিনের প্রকল্পে বৃক্ষরোপণের প্রসঙ্গ টেনে শুভেন্দু লিখেছেন, নথিতে রাজ্য সরকার দেখিয়েছে হাজার হাজার হেক্টর জমিতে ম্যানগ্রোভ ও অন্য চারা গাছ রোপণ করা হয়েছে। কিন্তু আধিকারিকরা যখন পরিদর্শন করতে যান, তখন রাজ্যের তরফে দাবি করা হয় ঘূর্ণিঝড়ে চারা নষ্ট হয়ে গিয়েছে। জয়নগরের ২ নম্বর ব্লক, কুলতলি বিধানসভা কেন্দ্র এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় এই ঘটনা হয়েছে। 

Youth Death:গল্ফগ্রিনে পুলিশি মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ, তিন পুলিশকর্মীকে ক্লোজ


এই দুর্নীতির জন্য শাসকদলের দিকে আঙুল তুলে শুভেন্দু চিঠিতে লিখেছেন, তৃণমূলের স্থানীয় নেতারা ১০০ দিনের  প্রকল্পকে অবৈধভাবে অর্থ উপার্জনের যন্ত্রে পরিণত করেছেন। গরিবদের জব কার্ড ছিনিয়ে নিয়ে টাকা তুলে নিয়েছেন দুর্নীতিগ্রস্ত স্থানীয় নেতারা।

চিঠিতে শুভেন্দুর আরও অভিযোগ,  একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলে করা হয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা।’ উল্লেখ্য, শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্প রাজ্যের প্রায় ১ লাখ কোটি টাকা বকেয়া দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। তারপরেই শনিবার শুভেন্দুর এই চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে।

 

Narendra ModiSuvendu Adhikari

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর