ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতিকে ভয়াবহ বলে দাবি করে শুভেন্দু জানান, ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার।
যত দিন যাচ্ছে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় হাসপাতালগুলিতে বাড়ছে ভিড়। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁকে আটকানো হয়।
এদিন স্মারকলিপি জমা দেওয়া প্রসঙ্গে শুভেন্দু জানান, স্বাস্থ্য সচিবের কাছে তিনি এবং বিজেপির অন্য বিধায়করা স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে অফিসের ভিতর ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁর অভিযোগ, দেশের সব রাজ্যই ডেঙ্গি সংক্রান্ত রিপোর্ট জমা দিচ্ছে। তবে তথ্য লুকোচ্ছে রাজ্য সরকার।
Read More- বাড়ছে ডেঙ্গির চোখরাঙানি , নিজেকে ও পরিজনদের সুস্থ রাখবেন কীভাবে?
যদিও শুভেন্দুর অভিযোগের পালটা বক্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, সস্তার রাজনীতি করতে এই কাজ করছেন শুভেন্দু অধিকারী।