রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে এবার সুপারি কিলার বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের দিন সকালে নিজের টুইটে রাজীবকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়াটে খুনি বলেও অভিযোগ করেছেন। শুভেন্দুর অভিযোগ, মমতার পরিকল্পনাতেই রাজ্যে অশান্তি পাকাচ্ছেন নির্বাচন কমিশনার।
শনিবার সকাল ১১টা নাগাদ একটু টুইট করেন শুভেন্দু। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব সিনহাকে কটাক্ষ করার পাশাপাশি চারটি ভিডিও পোস্ট করেন। সেখানে ছাপ্পা, বুথ দখল, ব্যালট ছিনতাই সহ একাধিক অভিযোগের ভিডিও রয়েছে।
নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট গ্রহণ হয়েছে ২১ শতাংশ। এছাড়াও রাজ্যে মৃতের সংখ্যা ৫ জন বলে জানানো হয়েছে।
পাশাপাশি, পঞ্চায়েত নির্বচনকে অবৈধ আখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এই নির্বাচনের ফলে গঠিত বোর্ডও অবৈধ হবে বলে কটাক্ষ করলেন তিনি। শনিবার পঞ্চায়েত নির্বাচন চলাকালীন সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি।
শুভেন্দুর অভিযোগ, হাইকোর্ট একাধিক নির্দেশ দিলেও তার একটিও পালন করা হয়নি। তাঁর দাবি, সিভিক ভলান্টিয়ার এবং চুক্তি ভিত্তিক কর্মীদের ভোটকর্মী হিসেবে নিযুক্ত না করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তাঁদের কাজে লাগানো হয় বলেও অভিযোগ।