ইন্ডিয়া জোট (INDIA Alliance) মানে না নিচুতলার সিপিএম-কংগ্রেস (CPM-Congress) কর্মীরা । সম্প্রতি এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তাঁর দাবি, খুব শীঘ্রই সেইসব কর্মী বিজেপিতে যোগ দিতে পারেন । উল্লেখ্য, জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গঠনে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এক ছাতার তলায় এলেও, রাজ্যে কিন্তু, দলগুলির মধ্যে শত্রুতাই বজায় রয়েছে । সিপিএম স্পষ্ট জানিয়ে দিয়েছে এ রাজ্যে তৃণমূলই তাঁদের শত্রু ।
রাজ্যে তৃণমূল ও সিপিএম-কংগ্রেসের এই 'শত্রুতা'কেই এদিন হাতিয়ার করে সরব হলেন শুভেন্দু অধিকারী । বললেন, 'নিচুতলার কংগ্রেস সিপিএম কর্মী-সমর্থকরা দিল্লির সেটিং মানছে না। আমার সঙ্গে বহু লোক যোগাযোগ রাখে কারণ আমি গ্রামে-গ্রামে বহু জায়গায় ঘুরি । তাঁরা এই সব বেঙ্গালুরু-পাটনার হিসাব মানে না । তাঁরা এখন চিন্তা ভাবনা করছেন হয় বিজেপি-র সঙ্গে আসবেন, নয়ত নতুন মঞ্চ গড়ে এখানে নো-ভোট টু মমতা করবে।'
২৪ এর লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে তৈরি হয়েছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট । ইতিমধ্যেই বিরোধী জোটের বৈঠক হয়েছে দুই জায়গায় । পরবর্তী বৈঠক রয়েছে মুম্বইয়ে । যদিও,জাতীয় স্তরে বিরোধী দলগুলি এক ছাতার তলায় এলেও, রাজ্যগুলির রাজনীতির চিত্রটা আলাদা । যেমন বাংলা । এ রাজ্যে তৃণমূলকেই শত্রু বলে মনে করে সিপিএম-কংগ্রেস ।
মমতা-ইয়েচুরিদের 'দোস্তি'-তে তাঁরা নাখুশ, তা বারবার স্পষ্ট করে দিয়েছে আলিমুদ্দিন । ইন্ডিয়া-র বৈঠকে মমতার পাশে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি । যা মোটেই ভালভাবে নেননি সিপিএমের নিচুতলার কর্মীরা । কিছুদিন আগেই মহম্মদ সেলিম জানিয়েছিলেন, বেঙ্গালুরুতে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তার স্তবক ধরে ধরে দেখিয়ে দেওয়া যাবে, দেশে বিজেপি যা যা করছে, বাংলায় তৃণমূল সেটাই করছে । পঞ্চায়েতে তৃণমূল ভোট লুট করেছে নিজেরা জেতার জন্য এবং বিজেপিকে দ্বিতীয় করার জন্য।