রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে বিজেপির জয়ের রাস্তা মসৃণ। ইঙ্গিত পেতেই বাংলার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের ইঙ্গিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
গত মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবারই বিজেপির জয়ের উৎসব পালনে বিধানসভায় যাবেন শুভেন্দু অধিকারী।
রবিবার তিন রাজ্যে জয়ের গন্ধ পেতেই দেশজুড়ে উৎসব শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা। এই নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। তিনি জানিয়েছেন, সোমবার বিধানসভায় বিজেপি বিধায়করা বিজয় মিছিল করবে। বিধানসভার বাইরে রাস্তায় বিজেপি বিধায়করা মিষ্টি বিতরণ করবেন।