Suvendu on Bonny : ২ বছর বিজেপির সঙ্গে সম্পর্ক নেই, দুর্নীতি করলে ফেস করতে হবে, বনি প্রসঙ্গে শুভেন্দু

Updated : Mar 16, 2023 18:03
|
Editorji News Desk

বনির (Bonny Sengupta) সঙ্গে কুন্তলের যোগ সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সব মহলে । ইডি জেরার মুখে পড়েছেন অভিনেতা । এবার এই নিয়ে মুখ খুলল বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, গত ২ বছর ধরে বিজেপির সঙ্গে বনির কোনও সম্পর্ক নেই । দুর্নীতি করলে, তার মুখোমুখি হতে হবে তাঁকে । উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি । পরে অবশ্য দলের সঙ্গে যোগসূত্র ছিন্ন করেন তিনি ।

এদিন সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন, "ভোটের আগে অনেক তারকাই যোগ দিয়েছিলেন বিজেপিতে । তাঁদের মধ্যে বনিও একজন। তবে গত ২ বছর ধরে বিজেপির সঙ্গে বনির কোনও সম্পর্ক নেই । বনি যদি দুর্নীতি করে থাকেন, তবে তাকে সবটার মুখোমুখি হতেই হবে।" এরপরই শুভেন্দুকে কটাক্ষ করে টুইট করেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। লেখেন, "বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন!" বনি প্রসঙ্গে অধীররঞ্জন চৌধুরী বলেন, কালো টাকা সাদা করার চেষ্টা চলছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে । তদন্তে সব সামনে আসবে ।"

আরও পড়ুন, Suvendu Adhikari: 'ধর্মঘট ভাঙতে মরিয়া তৃণমূল', ডিএ আন্দোলকারীদের পাশে থাকার বার্তা শুভেন্দু অধিকারীর
 

এদিকে, বনিকে তলব করার পরই বিস্ফোরক অভিনেতার মা পিয়া সেনগুপ্ত । তিনি জানান, টলিপাড়ার অনেক বড় নামের সঙ্গেই যোগাযোগ ছিল কুন্তলের । তাঁর মতে, কুন্তল সিনেমা প্রযোজনার করার প্রস্তাব দিয়েছিল বনিকে ।  পিয়া দেবী জানান, কুন্তল মিউজিক ভিডিয়ো বানিয়েছিলেন । ক্যাসেট রিলিজের অনুষ্ঠানে টলিউডের বড় অভিনেতা-অভিনেত্রীদের দেখা গিয়েছিল । বনির দাবি,  "কুন্তল ঘোষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল । গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন কুন্তল ।" তার বদলে অনেকগুলো ইভেন্ট করে দিয়েছিলেন তিনি । বনির কথায়, একবারই মাত্র ২০১৭ সালে গাড়ি কেনার সময় তাঁর অ্যাকাউন্টে টাকা ট্রানজাকশন করেছিলেন কুন্তল । সেই বিষয়ে জানতেই এদিন ইডি তাঁকে তলব করেছে ।

Suvendu AdhikariBonny SenguptaRecruitment Scam in WB

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর