Suvendu Adhikari: কুণালের করা মানহানি মামলায় সশরীরে হাজিরা, শুভেন্দুর আর্জি খারিজ ব্যাঙ্কশাল কোর্টে

Updated : Sep 07, 2022 11:52
|
Editorji News Desk

কুণাল ঘোষের করা মানহানির মামলায় সশরীরে আদালতে হাজির দিতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বুধবার এই রায় দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দুর বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিলেন কুণাল। সেই মামলায় শুভেন্দুকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়ার আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। বিচারক শুভেন্দুর আর্জি খারিজ করে জানান, তাঁকে এই মামলায় সশরীরে উপস্থিত থাকতে হবে। আগামী ২২ সেপ্টেম্বর শুভেন্দুর হাজিরার দিনও বেঁধে দেয় আদালত। 

জানা গিয়েছে, কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলেছিলেন শুভেন্দু। বিজেপি নেতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন কুণাল। মামলাটির শুনানি চলছিল ব্যাঙ্কশাল আদালতে। শুভেন্দুকে এই মামলায় সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিতে আর্জি জানান আইনজীবীরা। এ নিয়ে দীর্ঘ শুনানির নির্দেশ স্থগিত রেখেছিল আদালত। বুধবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক নির্দেশ দিলেন। 

আরও পড়ুন- Anubrata Mondal : বিপুল সম্পত্তির উৎস সন্ধানে অনুব্রতকে জেরা, কেষ্টকে কী কী প্রশ্ন করেছিল CBI ? 

শুভেন্দুর পক্ষে আদালতে আইনজীবীদের যুক্তি ছিল, ‘‘যেহেতু ওঁর বাড়ি কাঁথি। এবং তা কলকাতা থেকে বহুদূর। তাই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে ওকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হোক।’’ এই যুক্তির পাল্টা যুক্তি দেখিয়ে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, ‘‘ওঁর পিটিশনে লেখা উনি বিরোধী দলনেতা, বিধানসভায় বসেন, রাজনীতির জন্য সারা বাংলা ঘোরেন। তাহলে বিরোধী দলনেতার অফিস তো আদালত থেকে তিনশো মিটার দূরে। ওখানে এলে কোর্টে আসবেন না কেন? কোর্টকে গুরুত্ব না দেওয়ার এই প্রবণতা ঠিক নয়।’’ এরপরই কোর্ট শুভেন্দুর আবেদন খারিজ করে ২২ সেপ্টেম্বর সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Suvendu AdhikariBankshall CourtDefamation Casekunal ghosh

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর