নতুন অভিযোগ নিয়ে ফের আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ, নিজের জায়গা নন্দীগ্রামে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না তাঁকে । সেই বিষয়ে বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু । বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতি চান । বিচারপতি সেই অনুমতি দিয়েছেন । শুক্রবারই শুনানির সম্ভাবনা রয়েছে।
আদালতে বিরোধী দলনেতা জানিয়েছেন, ১৬ জুন নন্দীগ্রামে একটি মিছিলের আবেদন জানিয়েছিলেন । কিন্তু, অভিযোগ, মিছিল ও সভার জন্য আবেদন জানানো হলেও প্রশাসনের তরফে কোনও উত্তর মেলেনি । তাই মিছিলের অনুমতি চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন ।
আরও পড়ুন, Rujira Banerjee : ইডির তলবে সাড়া, নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে রুজিরা
উল্লেখ্য, বিজেপি কার্যালয় থেকে শুরু করে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে শুভেন্দুর। হাই কোর্টে তাঁর আর্জি, ওই দিনে ওই পথে মিছিল করার অনুমতি দেওয়া হোক শুভেন্দুকে ।