শীতের বিধানসভায় সৌজন্যের নজিরবিহীন ছবি। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যের ঘরে গিয়ে সাক্ষাৎ করে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা সূত্রে খবর, তাদের মধ্যে বেশ খানিক্ষন কথাও হয়েছে। শুভেন্দুর সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘরে যান বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। শুভেন্দু অধিকারী ও মনোজ টিগ্গার সঙ্গে বৈঠক করে বিধানসভায় ঘর থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। এই প্রথম মুখ্যমন্ত্রীর ঘরে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
৩১ ডিসেম্বরের মধ্যেই রাজ্যে সরকারের পতন হবে। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে এটাই স্লোগান বিরোধী বিজেপির। তার মধ্যে শুক্রবার মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু অধিকারীর যাওয়াকে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, বিরোধী দলনেতাকে তিনি চা খেতে ডেকেছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন বিরোধী দোলনেতাও।
গত কয়েকদিন আগেই নতুন রাজ্যপালের শপথ অনুষ্ঠান ঘিরে নতুন কাজিয়া শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। বিরোধী দলকে অগ্রাহ্য করার জন্য মুখ্যমন্ত্রীর দিকেই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংবিধান দিবস নিয়ে শুভেন্দুর বক্তব্য তাঁর ভালোলেগেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি শুভেন্দুকে এখনও তিনি ভাইয়ের মতোই স্নেহ করেন, প্রসঙ্গ ওঠে শিশির অধিকারীকে নিয়েও। মমতা জানান তিনি শিশির অধিকারীকে সম্মান করেন।
ছিল চায়ের নিমন্ত্রণ। তবে চা খাওয়া হয়নি বলেই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।