মিড ডে মিল প্রকল্পের (Mid Day Meal) টাকা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তর ২৪ পরগনা সফরের বিল মেটানো হয়েছে। নথি তুলে ধরে সরকারি অর্থ 'বাজে খরচ' করার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন শুভেন্দু অধিকারী একটি টুইট করে জানান, গত নভেম্বরে মুখ্যমন্ত্রীর ২ দিন হিঙ্গলগঞ্জ সফরে যান। প্রশাসনের খরচ হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। গোটা টাকাই আনা হয়েছে অন্য সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ তহবিল থেকে।
আরও পড়ুন: রাজধানীতে ফের হেনস্থা, মহিলা কমিশনের প্রধানকে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি
যদিও এই নিয়ে শাসকদল তৃণমূল পাল্টা আক্রমণ করেছে শুভেন্দু অধিকারীকে। কুণাল ঘোষ জানান, "কোন খাতে কত খরচ, তা প্রশাসনিক বিষয়। শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন কোথা থেকে সফরের খরচ আসত!" প্রধানমন্ত্রী ও অমিত শাহদের সফরের খরচ নিয়েও পাল্টা প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, হিঙ্গলগঞ্জ সফরের খরচ মেটানো হয়েছে মিড ডে মিলের সরকারি প্রকল্পের বরাদ্দ অর্থ থেকে। বেশ কিছু নথিও তুলে ধরেছেন তিনি।