পঞ্চায়েত ভোটের (Panchayet Poll) আগে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবার বামপন্থীদের এগিয়ে আসার আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । একদা ‘বাম ঘাঁটি’ বলে পরিচিত কুলতলি । বুধবার সেখানেই একটি সভায় যোগ দেন তিনি । জনসভা থেকে সিপিএম (CPM) এবং এসইউসিআই সকলকেই পঞ্চায়েত ভোটে বিজেপির পাশে দাঁড়ানোর কথা বললেন বিরোধী দলনেতা ।
এদিন সংখ্যালঘুদেরও মন জয় করার চেষ্টা করেন তিনি । তিনি বলেন, "বহু সংখ্যালঘু মানুষ তাঁকে বলেছেন নওশাদ ভাইয়ের গায়ে হাত দিয়েছে । এবার এই সরকারকে টেনে নামাতে হবে । পঞ্চায়েতগুলিতে সিপিআইএম, এসইউসিআই, হিন্দু-মুসলমান করলে চলবে না । সকলে মিলে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে । এখানে কোনও ভেদাভেদ করলে চলবে না । শুধু একটাই লক্ষ্য জনগণের পঞ্চায়েত তৈরি করতে হবে । "
আরও পড়ুন, Viswa Bharti University : বেনজির বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে 'আক্রমণ' বিশ্বভারতীর, পাল্টা দিল তৃণমূল
বিরোধী দলনেতার এই মন্তব্যের পর থেকেই রাজ্যনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে । প্রশ্ন উঠছে, রাজ্যে পঞ্চায়েত কি বিজেপির একার পক্ষে দখল করা সম্ভব নয় ? সেকারণে বামেদের পাশে চাইছেন তাঁরা ? যদিও, বিজেপির অনেকেই মনে করছেন, শুভেন্দুর ডাকে সেভাবে কোনও সাড়া মিলবে না বামপন্থীদের তরফে ।