ফের সুতপা কাণ্ডের ছায়া, সেই মুর্শিদাবাদেই। দৌলতাবাদ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার। পুলিশ সূত্রে খবর ফোন করে প্রেমিকাকে ডেকে এনে এলোপাথাড়ি ছুরি চালায় যুবক। প্রেমিকাকে খুন করে ওই যুবকই পুলিশকে জানায় বলে খবর। অভিযুক্ত মিঠুন শেখ, ফোন করে ‘দীর্ঘদিনের প্রেমিকা’ সাবিনা খাতুনকে দৌলতাবাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডাকেন। অন্য সম্পর্কের সন্দেহে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। এরপরেই ওই যুবক এলোপাথাড়ি ছুরি চালায় বলে অভিযোগ। রক্তে ভেসে যায় ঘটনাস্থল।
খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন হাজির হওয়ার আগেই সেখান থেকে চম্পট দেয় খুনি। যদিও পরে নিজের বাড়ি ফিরে পুলিশকে ফোন করে নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। কিন্তু, কিছু ক্ষণের মধ্যেই ওই যুবককে হাজারিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, ২০২২ সালের ২ মে মুর্শিদাবাদের বহরমপুরের গোরাবাজার এলাকায় খুন হন সুতপা চৌধুরী। ফের সেই ঘটনার স্মৃতিই উস্কে দিল মুর্শিদাবাদের এই ঘটনা।