২০২২ সালের ২ মে। মেসে ফেরার পথে প্রেমিকের হাতে নৃশংস ভাবে খুন হন বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী। ঘটনার ঠিক এক বছরের মাথায় মঙ্গলবার ওই মামলার সাক্ষ্যগ্রহণ করল আদালত। ধৃত সুশান্ত চৌধুরীকে হাজির করানো হয় আদালতে। তবে আগের মতো কোনও মন্তব্য করলেন না তিনি।
মঙ্গলবার বহরমপুরে ফাস্ট ট্র্যাক কোর্টে সাক্ষ্যগ্রহণ পর্বে সাক্ষী দেন মোট ১২ জন। গোটা সময়টাজুড়েই ভাবলেশহীন দেখা গেল সুশান্তকে। আদালত থেকে বেরোনোর সময় তিনি বললেন, “মামলার বিচার চলছে। এই মুহূর্তে কোনও কথা বলব না।”
Same-sex marriage: সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল মোদী দরকার
সুশান্তের আইনজীবী পীযূষ ঘোষ বলেন, ‘‘আমরা বিচারকের কাছে দ্রুত বিচারের আবেদন জানিয়েছি। আশা করি আমার মক্কেল ন্যায় বিচার পাবেন।’’ অন্য দিকে, মৃতার বাবা স্বাধীন চৌধুরী বলেন, ‘‘বিভিন্ন আইনি প্রক্রিয়ার জন্য অনেকটা সময় পেরিয়েছে। আশা করি, এ বার দ্রুত ন্যায়বিচার পাব।’’