কয়লা পাচার মামলায় স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । ১০ জুলাই পর্যন্ত দিল্লিতে তলব করা যাবে না তৃণমূল নেতাকে । ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । অর্থাৎ ভোটের মধ্যে অভিষেককে আর দিল্লিতে ডাকা যাবে না । ১০ জুলাই ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।
কয়লা পাচার মামলায় ইডির তলবের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক । এদিন সেই মামলার শুনানি ছিল । সেখানে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল আদালতকে আবেদন জানায়, লোকসভা ভোট চলাকালীন অভিষেককে যেন তলব না করা হয় । শীর্ষ আদালতের নির্দেশ, ১০ জুলাই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না ।