Justice Abhijit Ganguly:পুরনিয়োগ দুর্নীতিতে আপাতত ইডি-সিবিআই নয়, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Updated : Apr 28, 2023 17:05
|
Editorji News Desk

পুরসভা নিয়োগ মামলায় এখনই ইডি-সিবিআই নয় । কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আপাতত এক সপ্তাহ রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । উল্লেখ্য, পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি, সিবিআইয়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । শুক্রবার সেই রায়ের উপর স্থগিতাদেশে সামান্য স্বস্তি পেল রাজ্য ।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তদন্তের রায়ের উপর সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, রাজ্য সরকারকে একটিবারও কেন নোটিস দেওয়া হয়নি । কেন না জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাঁধে তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হল । এরপরই তিনি তদন্তে আপাত স্থগিতাদেশের নির্দেশ দেন । এক সপ্তাহ পর শীর্ষ আদালতে ফের মামলাটি উঠবে । 

এদিকে, শুক্রবারই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে থাকা মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের একের পর এক দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে যাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিক্ষক-অশিক্ষক দুর্নীতির পর পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্য সরকারের অভিযোগ ছিল, এই মামলাগুলি চলার সময় তিনি এক সংবাদমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকার দেন। নিজে একজন বিচারপতি হয়ে কীভাবে এই আইনবিরুদ্ধ কাজ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। শুক্রবার সেই মামলার শুনানিতেই এবিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ফলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শোনার অধিকার হারিয়েছেন।

CBI

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর